স্টাফ রিপোর্টার : ১১ই নভেম্বর বৈকারী ইউনিয় পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নং ওয়ার্ড কালিয়ানি পশ্চিমপাড়া পুন:রায় চেয়ারম্যান পদ প্রার্থী আসাদুজ্জামান অসলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সদরের বৈকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শনিবার সন্ধায় কালিয়ানি পশ্চিমপাড়ায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অসলের নৌকা প্রতিকের উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ডাবলুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈকারী ইউপি নির্বাচনে পুন:রায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাশিন কবীর পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আগামী ১১ নভেম্বর বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতিক বিজয়ের মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও সন্ত্রাসীদের রুখে দিতে স্বাদীনতার সপক্ষের সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন যারা এলাকার উন্নয়ন চায়না তারাই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাধাগ্রস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা শান্তি প্রিয় মানুষ, বৈকারী বাসীর শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে।