নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন ক্রয়ের শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে।

সভাপতি পদে ডাঃ মোশাররফ হোসেন ও আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম ও হাফেজ রওশন আলম, সাধারণ সম্পাদক পদে সেলিম গাজী, নাজমুল ইসলাম, বিকাশ ঘোষ ও মিনহাজ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন, লুৎফর রহমান ও হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পদে মোখলেছুর রহমান, শেখ বাদশা ফয়সাল, ও আমিরুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও তনুপ সাহা, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মেহেদী হাসান, প্রচার সম্পাদক পদে মুকুল সরদার ও ইমরান হোসেন, স্বাস্থ্য সম্পাদক পদে শাহিদুজ্জামান ও আব্দুল আজিজ, কার্যকারী সদস্য পদে মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, ফারুক হোসেন বাবু, সোহাগ, ডালিম হোসেন, ছলেমান মোড়ল, সুবির সাহা, নিখিল আঢ্য, সেলিম হোসেন ও কাজল।

প্রধান নির্বাচন কমিশনার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল জানান, সহ-সভাপতি পদে ২টি পদের বিপরীতে ২জন প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উৎসব মূখর পরিবেশে সকলেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। ইতিমধ্যে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় নির্বাচনীয় আমেজ শুরু হয়ে গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর পত্র জমা, ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ ও ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৪০ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল ও ডিবি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ও বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *