ব্রহ্মরাজপুর বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১) রাত ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। শুক্রবার মরহুমের যানাজা জুম্মা বাদ অনুষ্ঠিত হয়।
আজিজুল করোনা আক্রান্ত ছিলেন। তার বাড়ি ধুলিহর সানাপাড়া গ্রামে। সে আব্দুল জলিল থান্দারের পুত্র। আজিজুলরা তিন ভাই। ভাইদের মধ্যে আজিজুল মেঝো। ছোটকালে তার মাকে হারিয়েছেন। আজিজুলের বয়স মাত্র ২৭ বছর । সে অবিবাহিত ছিল। এম এ পাশ করে শিক্ষা জীবন শেষ করে।
নম্র, ভদ্র স্বভাবের সদালাপী, সৎ ও হাস্যময়ী ব্যবহার সবাইকে মুগ্ধ করত । অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও প্রতিবাদী যুবক ছিল আজিজুল। যে কোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মনের ভাষা পত্রিকার পাতায় তুলে ধরতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একজন একটিভ মানুষ ছিলেন।
আজিজুলের ব্যবহার, সততা ও দায়িত্ববোধ সব কিছুতেই ছিল অসাধারণ । তাকে কখনো ভোলার নয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।