আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর । বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে বাকিংহ্যাম প্যালেসের বরাতে বিবিসি জানায়, রানি এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন । এর আগে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি হয় ।
রানির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকও তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিল । বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে আরও জানানো হয়, এমন খবর জানার পর ৯৬ বছর বয়সী রানির পাশে থাকার জন্য তার কাছে ছুটে আসেন তার ছেলে-মেয়ে ও রাজ পরিবারের অন্যন্য সদস্যরা ।