দেবহাটা প্রতিনিধি: কোমলমতি শিক্ষার্থীদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির দেবহাটা ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দেবহাটার পারুলিয়াতে অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ক্যাম্পাসে এ পিঠা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিঁতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা প্রমুখ।
এসময় ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান সহ শিক্ষা প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।