দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা সার্বজনীন মন্ডপে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন করেছেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত।
সোমবার সন্ধ্যায় জাকজমকপূর্ণ মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জি.এম স্পর্শ ও ইউপি সদস্য পদপ্রার্থী প্রশান্ত সরকার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শান্তি সরকার।