স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিক নির্দেশনায় এবং বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল’র নেতৃত্বে মাস ব্যাপী অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরনের কর্মসূচির আওতায় সাতক্ষীরায় যুবলীগের ইফতার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজনের সৌজন্যে ২৩ রমজান বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোডমোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে রাস্তায় চলাচলরত রোজাদারদের মাঝে ইফতার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি এম আর পরিবহনের পরিচালক নুরুল হক, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।