বিশেষ প্রতিনিধি : ভারতে পাঁচারের প্রাক্কালে সাতক্ষীরার সীমান্ত এলাকা জামতলা থেকে ১৫টি ময়ুরসহ দুই জনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি দেলোয়ার হুসেন বলেন, গোপন
সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা
জামতলা অবস্থান নিলে পুলিশ একটি সাদা হায়েছ মাইক্রো দেখতে পায়।
সেই পথ ধরে নিকটস্থ একটি আম বাগানে ভারতে দুর্লভ ময়ুর পাঁচারের আলোচনারত তিন ব্যাক্তিকে খুঁজে পায়। তাদের আটকের পর মাইক্রোবাসটি খুললে বাসের সিটের নীচে একে একে পনেরটি ময়ুর পাখি টের পায়।
পুলিশ ময়ুর ও মাইক্রোবাসসহ মিন্টু খাঁ(৩৭) ও অর্নব দাস (২৪) নামের দু’জনকে আটক করে। আটক হওয়া দু’জন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।
এছাড়া আটককৃত ময়ুর বনবিভাগকে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান ওসি দেলোয়ার। বিকালে পুলিশের কাছথেকে ময়ুরগুলো গ্রহণকালে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সম্মতি ছাড়া ময়ুর সংরক্ষণ ও বেঁচাকেনার কোনও সুযোগ নেই।
আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ুরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।