দেবহাটা প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা।
সোমবার একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধারণসহ সখিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
এসময় প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে উপস্থিত থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য ফরহাদ হোসেন সবুজ, মিজানুর রহমান, রুহুল আমিন প্রমূখ।