দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার অন্যতম ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত লুৎফর রহমান সরদারের জরাজীর্ণ কবরটি সংষ্কার শেষে উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

শনিবার সকালে দেবহাটা উপজেলা ধোপাডাঙ্গা গ্রামে অবস্থিত ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারত পরবর্তী শ্রদ্ধা নিবেদন এবং সংষ্কারকৃত কবরটির উদ্বোধন করেন তিনি।

এসময় পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মিনী কারিমুন নেছা, পুত্র আবু রাহান তিতু, উপজেলা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সখিপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *