ডেস্ক রিপোর্ট : সামর্থ থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায় এই স্লোগান কে সামনে রেখে মহামারী করোনা কালীন সময়ে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান (সাহেদ)।
তিনি মূলত প্রতিবন্ধী ও গরীব অসহায় মানুষদের জীবনের মানউন্নত, অধিকার আদায় সহ তাদের আত্মকর্মসংস্থান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুক্রবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামে সদর উপজেলার মানবিক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর অর্থায়নে ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদ এর সহযোগিতায় এক অসহায় প্রতিবন্ধী ব্যাক্তির দোকানে বিক্রয়ের জন্য মালামাল কিনে দিয়ে সহযোগীতা করেন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালু।
তিনি জেলা ব্যাপী করোনা মহামারীর এই ক্লান্তিময় লগ্নে প্রতিবন্ধীও গরীব অসহায় ব্যাক্তিদের পাশে এসে দাঁড়িয়ে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য সদর উপজেলার মানবিক চেয়ারম্যান মহোদয়ের ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতিও প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা জানায়।