নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে দ্বাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। বুধবার (৭ ফেব্রæয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (এমপি) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯ বিধানের ৭৬ অনুচ্ছেদ, অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬ বিধি অনুসারে ২৯৭ ও ২৪৮ বিবিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, আশরাফুজ্জামান আশুকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *