হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে, অধিদপ্তরে প্রতিকার মিলে, এই শ্লোগানকে সামনে রেখে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারে উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে ইউএনও বক্তব্যে বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে ভূমিকা রাখতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যেকোনো ধরনের অপতৎপরতা বদ্ধপরিকর।

তিনি আরো বলেন অসৎ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর প্রতারণামূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে আইনি সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। ভোক্তা বা ক্রেতাদের সুবিধার্থে প্রতিটি মুদি দোকানে জিনিসপত্রের মূল্য তালিকা টানানো এবং সকল প্যাকেটের গায়ে মূল্য ও তারিখ নির্ধারণ করা থাকবে পাশাপাশি বিভিন্ন বাজার বিশেষ করে মাংস কাঁচাবাজারে বাটখারা ওজনে কারচুপি করা হলে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিং করার বিষয়ে গুরুত্ব তুলে ধরে প্রতিকারের ব্যবস্থা করবেন বলে জানান।

সেমিনারে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ্যা চক্রবর্তী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।

বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট আইনজীবি জাফরুল্যাহ ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী তানভীর আহমেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *