স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এতে কয়েকটি ড্রিংকিং ওয়াটার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে ভোক্তা পর্যায়ে পানযোগ্য বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি টিম সদর এবং কলারোয়ায় অভিযান পরিচালনা করে।
গতকাল সাড়ে ১০ টায় সদরের ঝাউডাঙ্গায় বিশ্বাস ড্রিংকিং ওয়াটার ও কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা ফাতেমা ড্রিংকিং ওয়াটার প্রশাসনিক ব্যবস্থায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সদস্য মো: সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সেসের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করেন সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)।
বিএসটিআই অনুমোদিত ও ল্যাবরেটরি না থাকায় বিশ্বাস ড্রিংকিং ওয়াটার প্লানকে পাঁচ হাজার ও ফাতেমা রিফ্রেশ ড্রিংকিংওয়াটার প্লানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানে সকল প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯‘র ৪৩ ধারাসহ অন্যান্য ধারা লংঘন অপরাধে জরিমানা করা হয়েছে। এসময় ৫০ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনসহ অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।