শেখ আরিফুল ইসলাম আশা : ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির (রেজিঃ নং-৮৬/সাত-২০০৯) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরোজ হোসেন সভাপতি ও দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য ১০টি পদ সহ মোট ১২টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আসাদুল ইসলাম এবং সদস্য মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত চুড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়। এর আগে উক্ত সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির বিগত ১০/০১/২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার সিন্ধান্ত মোতাবেক আগামী ১৫/০৩/২০২২ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত সময়ে বিশেষ সাধারন সভায় সমিতির অফিসে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ২৩ ফেব্রুয়ারী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টায় পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে মনোনয়নপত্র বিক্রয় করা হয় মর্মে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রধান নির্বাচন কমিশনার আসাদুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুর রশিদ ও হুমায়ূন কবির উপস্থিত ছিলেন এবং দিন শেষে ১২টি পদের বিপরীতে সর্বমোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে বলে জানা যায়।
এদিকে অত্র ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন কমিটির বিগত ০২/০২/২০২২খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক প্রকাশিত তফসিলে ত্রুটি থাকায় ১০/০২/২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত নির্বাচন কমিটির ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক উহা সম্পুর্ন বাতিল করে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৮(২) ধারা এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর ২৭ বিধি অনুযায়ী আগামী ১৫মার্চ সমিতির অফিসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছিল।
জেলার বহুলালোচিত উক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ১২ টি পদের বিপরীতে প্রত্যেকটিতে ১ টি করে মনোনয়নপত্র বিক্রি হওয়ায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষনা করেন। চুড়ান্ত ফলাফলের আলোকে নির্বাচিতরা হলেন, সভাপতি মো. ফিরোজ হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান জিতু, দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. মনিরুল ইসলাম মন্টু, মো. ইমরান হোসেন, মো. আল মামুন, অমিত কুমার ঘোষ ও মো. হোসেন আলী।