ডেস্ক রিপোর্ট : ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আমির মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি’র প্রতিনিধি হুমায়ুন করির, ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন, সিএন্ডএফের আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, জিএম আমির হামজা, শাহিনুর ইসলাম শাহিন, বিলকিস সুলতানা সাথী, দীপঙ্কর ঘোষ প্রমুখ।