স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের ফিংড়ী গ্রামের এক অসহায় ভ্যানচালক মোঃ সুলতান হোসেনের রোগাক্রান্ত শিশু আকিবের পাশে দাঁড়িয়েছেন এক ব্যবসায়ী ও ছাত্রনেতা।
রোগাক্রান্ত শিশু আকিবের নাড়িতে ইনফেকশন হয়েছে, সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিংসাধীন ছিলেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিংসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন।
এমন খবর শোনা মাত্রই ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ মুজিবর রহমান মিলন ও সাবেক ছাত্রনেতা আলামিন রোকন সুচিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন তারা।
শুক্তবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে উপস্থিত হয়ে তারা রোগাক্রান্ত আকিবের হাতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নাজিম হোসেন, মোঃ তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।