স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের খুলনা রোডমোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা ও নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, সহ-সভাপতি ও উপজেলা সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম, আলহাজ্ব মহসীন মোল্লা, তালা শহিদ আলী আহমেদ সরকারি গালস্ হাইস্কুলের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামান।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক সমাজ সেবা অফিসের তত্বাবোধায়ক আবু তালেব, সহ-সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রবিন্দ্র নাথ রায়, প্রচার সম্পাদক বৃটিশ চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু বকর, মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সহ-মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদকনজরুল ইসলাম, কার্যকরি সদস্য তৈয়বুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *