ডেস্ক রিপোর্ট : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম। আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন
সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল, মোঃ সিফাত হোসেন ইমতে জামিল প্র‍মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *