এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন সাতক্ষীরার আশাশুনি সদর বাজার ভাসছে নদীর জোয়ারের পানিতে। এ অবস্থায় আশাশুনি সদরের বাজারে ব্যবাসায়ীসহ ক্রেতারা রয়েছে চরম দূভোর্গে দেখার কেউ নেই। আশাশুনির সদর বাজারের রক্ষা বাঁধ নির্মাণ না করায় গত দুইদিনে মরিচ্চাপ নদীর প্রবল জোয়ারে পানি বাজারে ভিতরে প্রবেশ করে আশাশুনি থানা ও উপজেলা সড়ক তলিয়ে অন্যান্য সড়কেও পানি ঢুকে পড়ে।
এতে বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হওয়া সহ আশাশুনি হাইস্কুল ও থানা পুকুর প্লাবিত হয়েছে। সকল সড়কগুলি পানিতে ডুবে থাকায় বিভিন্ন যানবাহন চলাচলের চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় ময়লা পানি ছিটকে পথচারিদের গায়ে লেগে জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
ফলে তারা জরুরি কাজে এসে ময়লা জামাকাপড় গায়ে থাকা অবস্থায় অফিস আদালতে ঢুকতে না পেরে বাড়িতে ফিরে যেতে হচ্ছে। এমতাবস্থায় সব মিলিয়ে আশাশুনি সদর ইউনিয়নবাসি রয়েছে চরম দূভোর্গে।
এব্যাপারে এলাকাবাসী বলছে দেশ স্বাধীনের পর থেকে আশাশুনিতে তেমন কোন উন্নয়ন হয়নি। সবসময় অবহেলিত উন্নয়ন বঞ্চিত থাকে আশাশুনি উপজেলা। যেটুকু উন্নয়ন হয়েছিলো তা এখন মরিচ্চাপ নদীর জোয়ারের পানিতে ভাসছে।
কিন্তু বাজারের ব্যবসায়ী সহ মানুষের গণদাবী আজ উপেক্ষিত রয়ে গেছে। হইনি আশাশুনি বাজার রক্ষাবাধ এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা আশাশুনি সদর বাজারের ব্যবসায়ীদের। #