দীপক শেঠ, কলারোয়া : মহান বিজয় দিবসে কলারোয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে উপজেলা আ”লীগের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
যুদ্ধকালিন কমান্ডার মোসলেম উদ্দীনকে পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের পারিবারিক সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে বিন্ম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার প্রয়াতের সহযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আব্দুস সালাম, সাঈদুজ্জামান সাঈদ, মাহফুজুর রহমান, মন্টু সহ আ’লীগের নেতা-কর্মীবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন (৭৮) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পৌর সদরের পশুহাট মোড়স্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০২১ সালের ২৮ মার্চ মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কণ্যা, জামাই, ভাতিজা, নাতি-নাতনি সহ অসংখ্য সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।