সাতক্ষীরা টাইমস ডেস্ক : মহামারি এই সময়ে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছেন অনেকেই। কেউ পেশার খাতিরে আর কেউ বা শুধুই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে যখন বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল তখন মাঠে ঘাটে সতর্কতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করছে তের বয়সী নাভা। তাসফিন আক্তার নাভা একজন স্বেচ্ছাসেবী।
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস সেভেনের শিক্ষার্থী নাভা। প্রচার করছে স্বাস্থ্য সুরক্ষার নানা বার্তা। দেশ ও মানুষের জন্য কিছু করার তীব্র বাসনা থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছে নাভা।
নাভা জানায়, স্বেচ্ছাসেবক হতে হলে বয়স কোনো বাধা হতে পারে না। যে কোনো বয়সেই সেবামূলক কাজ করা যায়, যদি নিজের ইচ্ছা আর আগ্রহ থাকে। এই কাজে যখন আমি মাঠে নেমেছি তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল যেমন বাইরে বের হলে আক্রান্ত হতে পারি, নিজের নিরাপত্তা কতটুকু নিচ্ছি, এতটুকু বয়সে কেন এত বাইরে যাচ্ছি।
তারপরও অনেকে অনেক ভালো কথাও বলেছে, উৎসাহ দিয়েছে। তার মা-বাবা তাকে যথেষ্ট উৎসাহ দেন। পড়াশোনা ও নিজের সুরক্ষা ঠিক রেখে তার সব ভালো কাজে পরিবারকে পাশে পায় সে। নাভা একজন ভালো স্কেটার হতে চায় এবং সে দেশের বাইরে খেলতে যেতে চায়।