পবিত্র দুর্গা পূজার আগমনী মহালয়ার দিন পুনঃআত্মপ্রকাশ করলো সাতক্ষীরা সনাতন ধর্মীয় যুব সংঘ। প্রায় ৫ বছর ধরে স্থবির হয়ে থাকা কার্যক্রমের পুনঃজাগরণের উদ্দেশ্যে আবারো ধুমধাম করে নিজের অবস্থান জানান দিল একসময়ের সাতক্ষীরার অন্যতম কর্ম চঞ্চল সনাতন ধর্মীয় যুব সংঘ।
মহালয়ার দিন দিনব্যাপী বর্নাঢ়্য আয়োজনের মধ্যদিয়ে সংগঠনটির নতুন যাত্রা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি তর্পনের মাধ্যমে দিনের কর্মসূচীর শুরু হয়। অতঃপর মহালয়া ধারাভাষ্যের পথিকৃত তালা উপজেলার উথলী গ্রামেন কৃতি সন্তান শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মভিটায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রায়না। সেখানে তর্পন করে একটি বৃক্ষ রোপণ করেন তিনি। ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে। সন্ধ্যায় জমকালো সঙ্গীতানুষ্ঠান এবং করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান করে সংগঠনটি।
এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সংগঠনটির সভাপতি মনোনিত হন সংগঠনটির স্বপ্নদ্রষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। নির্বাহী সভাপতি হিসেবে মনোনিত হন ব্যবসায়ী ও সমাজ সেবক পলাশ দেবনাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে যুব নেতা রনজিত ঘোষকে মনোনিত করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)