মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : দেবহাটা উপজেলা বিএনপির পাল্টা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা বিএনপির বর্তমান সভাপতি শেখ সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সোমবার জেলা বিএনপির তিনজন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ তারিকুল ইসলাম, মৃনাল কান্তি রায় ও আব্দুর রউফ যৌথ স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দিয়েছেন।
এর একদিন আগেই জেলা বিএনপির অন্যতম নেতা মহীউদ্দীন সিদ্দিকীকে আহ্বায়ক এবং গোলাম ফারুক বাবুকে সদস্য সচিব করে আরেকটি কমিটি অনুমোদন দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. ইফতেখার রহমান ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান। কিন্তু দলীয় কোন্দলের কারনে উক্ত কমিটি থেকে বিএনপির তৃনমুল পর্যায়ের ত্যাগী ও নিবেদিত নেতা-কর্মীরা বাদ পড়ায় ক্ষুদ্ধ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে নতুন করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি অনুমোদনের পর প্রান চাঞ্চল্য ফিরেছে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। সোমবার সন্ধ্যায় কমিটি অনুমোদন পরবর্তী নতুন কমিটির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা। এসময় তারা জেলা বিএনপির তিনজন যুগ্ম আহ্বায়ককে ধন্যবাদ জানান।