স্টাফ রিপোর্টার : মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের তালতলায় উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু সাঈদ’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সুপার মো. আজগার আলীর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপদেষ্টা মো. মোজাম্মেল হক, মো. আবিদার রহমান, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ সভাপতি মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ ওবায়দুল আলম, দাতা সদস্য নূরুজ্জামান সহ অভিভাবক বৃন্দ।
মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে আগামী ১ জানুয়ারী থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। সে লক্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সকল অভিভাবকদের সন্তানদের ভর্তি সম্পন্ন করার আহবান জানানো হয়। এছাড়া মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে অভিভাবক সদস্যদের পরামর্শ গ্রহণ করা হয়।