পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধ : সাতক্ষীরার পাটকেলঘাটার কৃতি সন্তান ও প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী ইন্দ্রজিৎ সাধুর গান স্থান পেল মাছরাঙা টেলিভিশনের সঙ্গীত ভিত্তিক ইউটিউব চ্যানেল মাছরাঙা মিউজিকে।
চ্যানেলটি ভিজিট করলে দেখা যায়, এই শিল্পীর বিগত ৫ই সেপ্টেম্বর ২০২১ তারিখে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান রাঙা সকাল এ পরিবেশিত ৮ টি গানের সব কয়টি দর্শক শ্রোতাদের জন্য আপলোড করা হয়েছে। সঙ্গীতের ব্যাসিক শিক্ষায় প্রশিক্ষিত এই কন্ঠ শিল্পী দীর্ঘদিন ধরে মঞ্চ, বেতার ও টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করে আসছেন।
দরাজ কন্ঠ, নিজস্ব গায়কী ও নান্দনিক পরিবেশনার জন্য সুধী শ্রোতাদের কাছে পাকাপোক্ত একটি জায়গা তিনি করে নিয়েছেন। ভবিষ্যতে সঙ্গীত নিয়ে কি কি পরিকল্পনা আছে জানতে চাইলে শিল্পী ইন্দ্রজিৎ বলেন, এমন কিছু মৌলিক গান করার চেষ্টা করছি যে গান মানুষের মনে যেন স্থায়ী ভাবে জায়গা করে নিতে সক্ষম হয়। বর্তমান সময়ে যে গান বাজারে আসছে তার বেশিরভাগ গানই বেশি দিন মানুষ মনে রাখছে না।
অথচ আশি নব্বই দশকের গান গুলোর বেশির ভাগ গানই আজও শ্রোতাদের মনে জ্বল জ্বল করছে। ঐ ধরনের গানের কথা ও সুরের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির সংমিশ্রন ঘটিয়ে গ্রহনযোগ্য কিছু গান করে যেতে চাই।
সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে বলে মনে করি। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনে একই সাথে আধুনিক ও নজরুল সঙ্গীতে তালিকাভুক্ত হওয়ার কৃতিত্ব দেখান। তিনি সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।