স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সন্ধা ৭টার দিকে সদরের মাহমুদপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গাগনিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে আজিজুর রহমান পলতা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা শুরু করে। মাদক ব্যবসার কাজে স্থানীয় সালাম ঢালীর ছেলে সালাউদ্দীন (১৭) বাঁধা দেয়।
মাদক ব্যবসার কাজে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ী আজিজুর রহমান পলতা সোমবার সন্ধায় সালাউদ্দীনকে গাগনিয়া ব্রীজের উপর একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় সালাউদ্দীনের আত্মচিৎকারে প্রত্যক্ষদর্শী কুরবান আলী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে আহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানাগেছে।