ডেস্ক রিপোর্ট : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই কলেজ ছাত্র নয়ন (২২) এর মা এর নামে কলারোয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কলারোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সোনালী ব্যাংক কলারোয়া শাখায় আড়াই লক্ষ টাকার সঞ্চয় পত্র ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে মানবিক কলারোয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর তত্ত্বাবধানে মৃত নয়নের মা রহিমা খাতুনের নামে সোনালী ব্যাংক কলারোয়া শাখায় ২ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা মূল্যের সঞ্চয় পত্র ও নগদ ১৩ হাজার ৬৫৪ টাকার কাগজ পত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, নয়ন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসা সহায়তা সেবা দিতে সংগঠনের সদস্য বন্ধুরা একত্রিত হয়ে রাস্তায় রাস্তায় বাক্স নিয়ে অর্থ চেয়ে চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত সে গত ১০ এপ্রিল রাজধানীর ক্যান্সার হাসপাতালে মৃত্যু বরন করেন।

নয়ন (২২) কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের হতদরিদ্র রহিমা খাতুনের ছেলে। সে বেঁচে থাকা কালীন বাপ্পি টেলিকমে কাজ করতো। নয়নের মা’য়ের নামে যে সঞ্চয় পত্র করে দেওয়া হয়েছে তাতে নয়নের বাবা- মা শান্তিতে বসবাস করতে পারবে। এসময় তিনি নয়নের রুহের আত্মার মাগফেরাত ও তার পরিবারের জন্য রহমত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, উপদেষ্টা শেখ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সংগঠনের সাধারন সম্পাদক শেখ অন্তিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আরফিন, অর্থবিষয়ক সম্পাদক তানভীর ইসলাম রিদয়, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সেজান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *