কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া(৮০) ইন্তেকাল করেছেন(ইন্না..রাজেউন)। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে তার পুত্র বাবলুর রহমানের ঝাঁউডাঙ্গাস্থ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় আ’লীগের নিবেদিত প্রান নির্ভিক সৈনিক ও সোনাবাড়িয়া হাইস্কুলের একাধিক বার নির্বাচিত সভাপতি, ভাদিয়ালী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আ’লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, আ’লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভির শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসন।