দেবহাটা প্রতিনিধি : দেবহাটার অন্যতম বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জামসেদ আলমের পিতা ডা. মেনহাজউদ্দীন আহমেদের ৪৯ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। তিনি ১৯৭৩ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি সমাজসেবক, শিক্ষানুরাগী ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
সমাজসেবায় অবদান রাখার পাশাপাশি তিনি তার গ্রাম খেজুরবাড়িয়াতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ ময়দান, জামে মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজহাতে প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন নলতা আহছানিয়া মিশনের সদস্য।
মরহুমের মৃত্যুবার্ষিকী উদযাপনে পরিবারের পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী দোয়া অনুষ্ঠান, কোরআন তেলাওয়াতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেজুরবাড়িয়াস্থ মরহুমের বাসভবনে কবর জিয়ারত, লাখ কলেমা পাঠ, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি পরিবারের অন্যান্য কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শুভাকাঙ্খীদের উপস্থিতি কামনা করেছেন মরহুমের দুই পুত্র বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম ও সাংবাদিক রশীদুল আলম রশীদ।