চট্টগ্রাম, ২০ আশ্বিন (৫ অক্টোবর): মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধ দল সাক্ষাত করেন ।

সাক্ষাতকালে নেতৃবৃন্দ মেয়রকে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের গঠনতন্ত্রের খসড়া হস্তান্তর করেন। এসময় সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, ডবলমুরিং থানা কমান্ডার দোস্ত মোহাম্মদ উপস্থিত ছিলেন।

খসড়া গ্রহণ করে মেয়র বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করলেও মুক্তিযোদ্ধারা চিকিৎসাসহ অনেক অসুবিধার ব্যাপারে সরকার বা মন্ত্রণালয়ের সম্মুখিন হতে পারেন না। এই বিষয়টি বিবেচনায় নিয়ে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন গঠনের অভিপ্রায় দীর্ঘদিন থেকে পোষণ করে আসছিলাম। আশাকরি এ ফাউন্ডেশন গঠিত হলে চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানের একটি নতুন দিক উন্মোচিত হবে।

সকালে মেয়র ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন। সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়। সূত্র-পিআইডি চট্রগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *