দীপক শেঠ, কলারোয়া : সারা দেশের ন্যায় কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে
উৎযাপিত হয়েছে। থানা পুলিশ প্রশাসনের আয়োজনে শনিবার(৩০ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে বর্নাঢ্য র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা
চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কমিউনিটি পুলিশিং’র সাধারন সম্পাদক অধ্যাপক ইউনুস আলী খান।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের স্বাগত বক্তব্য শেষে থানার এসআই রেজাউল করিমের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জাতীয় পাটির সভাপতি মশিউর রহমান, খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সনাতন ধর্মীয় নেতা নিত্য গোপাল সাহাসহ বিভিন্ন ইউপি’র বর্তমান ও নব-নির্বাচিত শপথ প্রাপ্ত চেয়ারম্যান, পুলিশিং কমিটির সদস্য, সূধি ও সাংবাদিকবৃন্দ। সন্ধ্যায় থানা চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *