চট্টগ্রাম, ০৯ জৈষ্ঠ (২৩ মে) : প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও চিকিৎসা সহায়তার জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
এ এ্যাম্বুলেন্সের সাহায্যে চট্টগ্রাম মহানগরীসহ জেলার সব কয়টি উপজেলায় নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে বিদেশ থেকে আগত মৃত প্রবাসী কর্মী ও তাদের পরিবারের মৃতদের পরিবহন করা যাবে। এছাড়া অসুস্থ্য প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পরিবহন ও নিকটস্থ হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে।
এ্যাম্বুলেন্সটি ব্যবহারের জন্য নিম্মলিখিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে- প্রবাসী কল্যাণ ডেস্ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল ভবন (২য় তলা), ফোন- ০২-৩৩৩৩০০৯৫৭।
মোশাররফ হোসেন, জনশক্তি জরীপ কর্মকর্তা ও শিফট ইনচার্জ- ০১৭১৯ ৫৫২৩২৬, মো. জহিরুল ইসলাম, জনশক্তি জরীপ কর্মকর্তা ও শিফট ইনচার্জ-০১৭৫৮ ০২৬২৬২। উপপরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সরকারি কার্যভবন-২, আগ্রাবাদ, চট্টগ্রাম। ফোন- ০২ ৩৩৩৩২১৬৩৯, ০১৭৩০-১৭৮৭৮৩।