নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কমালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, স্টাটিকস’র সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলী, নির্বাহী সদস্য মো.আব্দুর রব ওয়ার্ছি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুর রহমান বাবলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এম আর পরিবহনর চেয়ারম্যান মো. নুরুল হক, মো. মিজানুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অস্বচ্ছল পরিবারের মেধাবী ১০০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, স্কেল বক্স, খাতা ও কলম। এসময় স্টাটিকস’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম।