স্টাফ রিপোর্টার : ১৭ই নভেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রিয় নেতা মোঃ নজরুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম’র সুলতানপুর নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সাবেক যুবলগি নেতা ইদ্রিস আলী বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সুবহান, জেলার সাবেক ক্রিকেটার ফিরোজ রহমান প্রমুখ।
পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।