যশোর বিশেষ প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের পক্ষে বুধবার সকালে ৩৭০ জন দলিত জনগোষ্ঠির দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন প্রধান ।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা দলিত পরিষদের সভাপতি সূজন দাস, পৌর মহিলা কাউন্সিলর মনিরা খামন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত প্রমুখ।