ডেস্ক রিপোর্ট : যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ধলগ্রাম ঋষিপাড়ায় সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মশিউর রহমান, এই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি।
সমাবেশে প্রধান অতিথি বলেন সরকার গ্রামীন মহিলা জনগোষ্ঠীর মধ্যে বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রদান করছে। একইসাথে গ্রামীন মহিলা জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মশিউর রহমান বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকার সব সময় গুরুত্ব দিয়ে গ্রামীন মহিলা জনগোষ্ঠীকে আন্তরিকতার সাথে নিজের সঙ্গে রেখেছে।
সমাজে মহিলার গুরুত্বকে কাজে লাগিয়ে তাদের অবদানকে যথাযথভাবে সন্মানিত করেছে। এইজন্যে আজকের মহিলারা সমাজে মাথা উচু করে বলতে পারছে বাংলাদেশের সার্বিক উন্নয়নে তারা উল্ল্যেখযোগ্য অংশিদার, তথ্য অফিসার মোঃ মশিউর রহমান আরো বলেন বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশিদারিত্ব অপরিহার্য।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইউপি সদস্য হাদিউজ্জান বাবু, গণঅধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকরামুল হাসান মিঠু, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরউদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা মাস্টার মোঃ তৌহিদুর রহমান, সাবেক ইউপি সদস্য দীপংকর বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে শত শত মহিলাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।