স্টাফ রিপোর্টার : যশোর জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত পানিসরা লাভস এন্ড কেয়ার ক্যাপে এন্ডরেস্টুেরন্ট এ বিসিপিএ অনুমতি সাপেক্ষে জেলার সকল উপজেলার অফিসারদের নিয়ে কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মিমপেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেড এর মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মার্শাল এগ্রোভেট ইন্ডাঃ মহিরুল ইসলাম এসি আই ক্রপকেয়ার লিমিটেড।
সাধারণ সম্পাদক টাটা ক্রপকেয়ার লিমিটেড এর মোঃ লাভলু মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম আলফা এগ্রো লিমিটেড,শ্রী সমলেশ ঘোষ মসকো মাকেটিং কম্পানি লিঃ, মোঃ আলতাফ হোসেন অ্যাথারটন ইমব্রন্স কোঃ লিঃ, আমিনুর রহমান, সাদিক এগ্রো কেমিক্যাল লিমিটেড। কোষাধক্ষ মোঃ কামাল হোসেন হেকেম বাংলাদেশ লিমিটেড, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বিজৎ কুমার, এগ্রোভেট ইন্ডা লিঃ, মোঃ মকবুল হোসেন আলফা এগ্রো লিমিটেড, মোহাম্মদ আলী, ক্রপ লাইফ, মোঃ আব্দুল হালিম সিগমা কোম্পানি লিমিটেড ।
প্রচার সম্পাদক মোঃ রাজু আহম্মেদ সি ট্রেড ফার্টিলাইজার লিঃ, সহ প্রচার মোঃ সামাদ হোসেন, জি এম ই এগ্রো লিঃ, মোঃ রাকিবুল ইসলাম সাদিক এগ্রো, লিঃ, মাজহারুল ইসলাম গুড় পকুর কর্পোরেশন লিঃ, অর্থ সম্পাদক মোঃ রাসেল মোল্যা পি এইচ ভিশন লিঃ, সহ অর্থ আসাদুজ্জামান ব্যবিলন এগ্রোলিমিটেড, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ব্যবিলন এগ্রোসেল লিঃ, সহ দপ্তর মোঃ সুমন আহম্মেদ ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি লিঃ, ধর্ম বিষয় সম্পাদক মোঃ মোশারফ হোসেন এগ্রিভেট লিঃ।
কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন মোহাম্মদ জিয়ারুল হোসেন, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড, তাজুল ইসলাম অটোক্রপ কেয়ার কোম্পানি লিমিটেড, কামরুল ইসলাম এমকো এগ্রিকালচার কোঃ লিঃ, বাসুদেব স্টেটিং এগ্রোলিমিটেড।