স্টাফ রিপোর্টার: যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। গত ২৯ অক্টোবর তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়।
তিনি বর্তমানে লিয়েনে ইউএনডিবিতে কাজ করছেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করবেন বলে জানা গেছে।
মোহাম্মদ ইফতেখার হোসেন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। ৭ মাস পর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে বদলী করা হয়।