মঙ্গলবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার নুরনগর হাবিবপুর দারুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা ও আশরাফিয়া এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, প্রধান বক্তা বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন তারুণ্যের অহংকার খতিবুল উম্মাহ জামিয়া তালিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা হুজুরের সাতক্ষীরায় শুভাগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মোঃ ছারোয়ার আলম, জেলা সেক্রেটারি ডা. কাজী মো: ওয়েজ কুরণী। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম জগলুল হায়দার মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সাদেক সাহেব দা. বা.। প্রধান বক্তা যুবকদের ইসলামের ছায়াতলে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দিন বিজয়ের বিষয়ে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। শ্যামনগরের ইতিহাসে এই প্রথম দিনের বেলায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ায় শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের আগমনে মাহফিলটি জনসমুদ্রে পরিণত হয়। প্রেস বিজ্ঞপ্তি