স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহরের ৭নংওেয়ার্ডের রইচপুর গ্রামবসীর আয়োজনে শুক্রবার সন্ধায় রইচপুর রাজ্জাকের মোড়ে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
সাবেক কাউন্সিলর আবুল কাশেম মসলা ভান্ডারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র ও সংবর্ধিত অতিথি তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ডে পুনরায় বিজয়ী কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭. ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মাজেদ, নাসির উদ্দীন, কামরুজ্জামান, নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস, আলমগীর হোসেন, শরিফ ইসলাম, সুধর কুমার, লব কুমার, সঞ্জয় কুমার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।