1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 9, 2024, 4:52 pm
Title :
এক হাত নিয়ে বাদাম বিক্রেতাকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান স্পাইন সোসাইটির জীবন সদস্য হলেন ডা. পলাশ স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই : কলারোয়ার জনসমাবেশে তারেক রহমান তালায় যুবদল নেতা ফারুক হোসেনের দাফন সম্পন্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরার পক্ষ থেকে বন্যা দূর্গতদের জন্য দেড় লাখ টাকার চেক প্রদান কালিগঞ্জে দ্বৈত নাগরিক শিক্ষক নারায়ণ চন্দ্রের দাপটে অতিষ্ট ভাইবৌসহ স্বজনরা শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত : পাটকেলঘাটায় সাবেক এমপি হাবিব’কে গণসংবর্ধনা সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সদর ও পৌর শাখার সম্মেলন

রসুলপুরের ৫৯ শতক জমির রেকর্ডীয় মালিকদের বিবৃতি

  • আপডেট সময় Monday, July 5, 2021

প্রেস বিজ্ঞপ্তি : আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সাতক্ষীরার কুখ্যাত ভূমি জালিয়াত চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জাল কাগজপত্র দেখিয়ে শহরে ও শহরতলির বহু লোকের জমি দখলের পর জালিয়াত চক্রের প্রধান কাজী আতিক, রসুলপুরের সাবেক জামাত-শিবির ক্যাডারদ্বয় আকবর আলী ও মুন্সিপাড়ার আব্দুস সালাম ওরফে গুটি সালাম শহরের রসুলপুরে ৫৯ শতক জমি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে জালিয়াতিপূর্ন কাগজপত্রের ভিত্তিতে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।

তারা পুলিশের মাধ্যমে একটি ভূয়া চাঁদাবাজি মামলা করে জমির ক্রম ওয়ারেশদের হয়রানি করতে শুরু করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের হয়রানি করছে পুলিশ। জমিতে থাকা মালিকদের সাইনবোর্ড নামাতে পুলিশ তাদের সাহায্য করেছে।

আমরা দরিদ্র রিকশাচালক ও ভ্যানচালক শ্রেণির এই জমির মালিকরা এ ব্যাপারে মামলা করেছি দেওয়ানী আদালতে। আদালত জমিতে নিষেধাজ্ঞা জারির নোটিশ করেছেন। এমন অবস্থায় জালিয়াত চক্রের প্রধান আতিক, আকবর ও গুটি সালাম লোকজন জোগাড় করে আমাদের বিরুদ্ধে সাধারন মানুষ ও প্রশাসনকে আরও উস্কে দিতে সচেষ্ট রয়েছে। আমাদের জমি ছাড়াও অন্যের জমি জালিয়াতি করে অগাধ টাকার মালিক হওয়ায় তারা (জালিয়াত চক্র) নানা স্থানে অর্থ দিয়ে প্রভাবিত করছে।

উল্লেখ্য জালিয়াত চক্রের প্রধান আতিক, আকবর ও গুটি সালাম আমাদের জমি জালিয়াতি করে বিক্রি করার কথা বলে একাধিক ক্রেতার কাছ থেকে ৩০ লক্ষাধিক টাকা নিয়েছেন। এক্ষণে জালিয়াত চক্র জমি বিক্রি করতে না পারায় তাদের গাত্রদাহ হচ্ছে এবং তারা মিথ্যা মামলা দিয়ে ও কর্মসূচি দিয়ে সম্মানীয় ব্যক্তিদের মানহানি করছে।

আমরা আরও গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সোমবার (৫ জুলাই) আমাদের জমি কেড়ে নেওয়ার বিষয়টিকে সামনে রেখে আমাদের সামাজিক ও রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ন ও মিথ্যা ভাষার প্ল্যাকার্ড ও ব্যানার টানিয়ে মানববন্ধন করে বাজার গরম করেছে জমি জালিয়াত আতিক, আকবর ও গুটি সালাম চক্র।

কোভিড সংক্রমনের এই ভয়াবহ মূহুর্তে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তারা মাইকিং করে আস্ফালন করেছে। প্রকৃতপক্ষে অধ্যক্ষ আবু আহমেদের সাথে জমির বিষয়ে আমাদের কোন সম্পর্ক নেই।

তিনি একজন সামাজিক ও রাজনৈতিক নেতা হিসাবে আমরা তার কাছে নৈতিক সহায়তা চেয়েছি। এমনকি তাকে সামনে রেখে সালিশ বসাতেও চেষ্টা করেছি। মনে রাখতে হবে অধ্যক্ষ আবু আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক।

তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সভাপতি। তার কাছে আমাদের নৈতিক সাহায্য চাওয়া ও সালিশের মাধ্যমে বিচার চাওয়াটা অন্যায় নয়। এটা আমাদের অধিকার।

এমন অবস্থায় তাকে জড়িয়ে কুরুচিপূর্ন কথিত মানববন্ধনে ও নানাবিধ অশালীন স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রশাসনকে অনুরোধ জানাতে চাই, ভূমি জালিয়াত আতিক, আকবর ও গুটি সালাম আরও যেসব জায়গায় নিরীহ মানুষের জমি জাল কাগজপত্র বানিয়ে দখল করেছেন তা তদন্ত পূর্বক তাদের গ্রেফতারেরও দাবি জানাই।

আমরা জালিয়াত চক্রের এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জমির ক্রম ওয়ারেশদের পক্ষে –
রকিব সরদার
পিতা- ধোনাই সরদার
রসুলপুর, সাতক্ষীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews