ওমর ফারুক রনি : সাতক্ষীরা পৌরসভার রসুলপুর ৯নং ওয়ার্ডে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে রসুলপুর যুব সমিতির উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৭টায় রসুলপুর ক্লাব ও পাঠাগার ভবন রসুলপুর যুব সমিতির কার্যালয়ে উক্ত অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
রসুলপুর যুব সমিতির অক্সিজেন সেবা কার্যক্রমকে স্বাগত জানিয়ে শহীদ কামরুজ্জামান এন্ড জাহানারা ফাউন্ডেশন (এস কে জেড) এর আয়োজনে দুইটি অক্সিজেন সিলিন্ডার রসুলপুর যুব সমিতির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রসুলপুর যুব সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আহমদ খান মনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর।
বিশেষ অতিথি ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।
রসুলপুর ৯নং ওয়ার্ডে করোনা রোগীদের অক্সিজেন গ্রহণ করতে ০১৭১১ ৪৮২৫০৫/০১৯৩৮ ৪০৪২৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।