এম, এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি : আজ ২২শে সেপ্টেম্বর বুধবার বহু কাঙ্কিত সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা হইতে দুপুর ০২ টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন করা হবে।
এ নির্বাচন মোট ৩১ জন ভোটার তাহাদের ভোট অধিকার প্রয়োগ করবে। নির্বাচনে রির্টানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, সহকারী পোলিং অফিসার শিক্ষক সুব্রত কুমার দাশ।
এ নির্বাচনে কে হবে সভাপতি/সম্পাদক এ নিয়া উপজেলা অফিস পাড়া, ক্লাব এলাকা, আশাশুনি রিপোটার্স ক্লাব সহ আশপাশের চায়ের দোকানে, বন্ধু মহলে চলছে ব্যাপক আলোচনা আর জলপনা, কল্পনা। তথ্য অনুসন্ধানে জানা গেছে আশাশুনি প্রেসক্লাবের নির্বাচন-২০২১।
নির্বাচনে ০৩টি পদের ০৬জন প্রার্থী জোর প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীরা হলেন সভাপতি পদে বর্তমান সভাপতি জি, এম আল ফারুক, সাবেক সভাপতি এস, এম আহসান হাবীব বর্তমান সাধারন সম্পাদক সমীর রায়, সহ-সভাপতি আব্দুল আলীম, বোরহান উদ্দীন বুলু।
শেষ মুহুর্তে নির্বাচনার প্রচার প্ররোচনার প্রার্থীরা ব্যাপক ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা । ভোটারদের সাথে কৌশল বিনিময় ও গন্যমান্য ব্যক্তি, বন্ধু মহাল সহ সহপাঠিদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করছেন।
রীতিমত প্রার্থীরা নিজ নিজ অবস্থান জাজান দিতে বিভিন্ন চায়ের দোকানে উপস্থিত ভোটারসহ সেখানে অন্যান্য ব্যক্তিদের চা পান করাচ্ছেন। ইতোমধ্যে ভোটাররা হিসাব করছেন কাদেরকে নির্বাচিত করবেন।
নির্বাচনে বিভিন্নভাবে খোজ নিয়ে জানাগেছে অনিয়ম, দূনীতি মুক্ত উন্নয়নের প্রেসক্লাব গঠনে যদি কাউকে নির্বাচিত করেন তাহলে সভাপতি/সহসভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে ন্যায়নীতি পরায়ন ব্যক্তিকে ও প্রেসক্লাব উন্নয়ন মুখি এমন ৬জন প্রার্থীর মধ্যে বেছে নিবেন ৩জন প্রার্থীকে বেছে নিবেন ভোটাররা সকলের আস্থা ও বিশ্বাস।
তবে ৬জন প্রার্থীর মধ্যে কেউ কোন অংশে কম নয়, কোন প্রার্থীকে দূর্বল ভাবার অবকাশ নাই। রাত পোহালে প্রেসক্লাব এলাকা সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হবে।