রামগড় (খাগড়াছড়ি), ২২ ফাল্গুন (৭ মার্চ) : রামগড় তথ্য অফিসের আয়োজনে আজ উপজেলার তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ এবং প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী, “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাণী ত্রিপুরা প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ এবং ২০০৯ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তারা কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের দেড়শতাধিক মহিলা অংশ গ্রহন করেন। শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।