স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কলারোয়ার রামভদ্রপুর প্রাইমারী ঈদগাহের উন্নয়নে জেলা পরিষদের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার রামভদ্রপুর প্রাইমারী ঈদগাহের উন্নয়নে সরকারি বরাদ্দকৃত ৫০হাজার টাকা প্রদান করা হয়। ৭ ফেরুয়ারি সোমবার বেলা ১২টার দিকে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ.সভাপতি শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে ওই অর্থ সহায়তার অনুলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মঅহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সাহাজ্জদ আলী, মাগফুর রহমান প্রমুখ।