চট্রগ্রাম, ০৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর, ২০২১) : আজ বুধবার (২২ সেপ্টেম্বর) উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ দেলোয়ার হোসেন, আঞ্চলিক তথ্য অফিস, চট্রগ্রামের সম্মেলন কক্ষে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর অভ্যন্তরীণ (ইনহাউজ) প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে এসব কথা বলেন।
তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল ও সিটিজেন চার্টার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রত্যেক অফিসে জাতীয় শুদ্ধাচার কৌশল ও সিটিজেন চার্টার মেনে চলা জরুরী।
তিনি আরও বলেন, রাষ্ট্রের অন্যতম লক্ষ্য ও দায়িত্ব হল নাগরিকদের জন্য আইনের শাসন, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার নিশ্চিত করা। এক্ষেত্রে একটি অপরিহার্য কৌশল হল সমাজ ও রাষ্ট্রকে দূর্নীতিমুক্ত রাখা ও জাতীয় শুদ্ধাচার প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন এই কৌশলটির রূপকল্প হচ্ছে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা। শুদ্ধাচার কৌশলকে এ লক্ষ্য পূরণের জন্য একটি অবলম্বন হিসেবে প্রনয়ণ করা হয়েছে। শুদ্ধাচার বলতে সাধারণত সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়।
ব্যক্তি পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা এবং চারিত্রিকনিষ্ঠা। কর্মজীবনের সর্বত্র তিনি শুদ্ধাচার কৌশল মেনে চলার ও বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেছেন।
প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে টেলিফোন ব্যাবহার, ই-মেইল ও পরিচ্ছনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
তিনি বলেন, প্রত্যেককে অফিসে সঠিকভাবে ও নিয়মানুবর্তিতার সাথে টেলিফোন ও ই-মেইল ব্যবহার করতে হবে। অফিসের ই-মেইল ও টেলিফোন থেকে ব্যক্তিগত কোন তথ্য আদান-প্রদান না করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, সহকারী তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলামসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।