রোটারী ক্লাব অব রয়্যাল সাতক্ষীরা এর উদ্যোগে এবং রোটারী বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটির আহবানে গত ২৪ অক্টোবর শনিবার বিশ্ব পোলিও দিবস-২০২১ উদ্যাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে সকাল ৭ টায় “End polio now” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর সামনে হতে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালির নেতৃত্বে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব রয়্যাল সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটারিয়ান তারেকুজ্জামান খান।

সভাপতি তার বক্তব্যে বলেন, পোলিও নির্মূলকরেণ বিশ্বব্যাপী রোটারী’র ভূমিকা অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব রয়্যাল সাতক্ষীরা সারা বিশ্বের সাথে একযোগে দিবসটি পালন করছে। নিরক্ষরতা দূরীকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ উন্নয়নসহ নানামূখী কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছে রোটারী ক্লাব অব রয়্যাল সাতক্ষীরা।

সমগ্র বিশ্ব যেন আগামী প্রজন্মের জন্য পোলিওমুক্ত হয় এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি রোটারিয়ান মাহাবুব আলম রানা, আইপিপি রোটারিয়ান কামরুজ্জামান বুলু, ট্রেজারার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পিপি আসাদুজ্জামান, রোটারিয়ান আব্দুর সোহবান, জোসনা দত্ত, নুরুল হক, শফিউল্লাহ রাজু, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, চার্টার

প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস ডাইরেক্টর তরিকুল ইসলাম অন্তর, রোটার‌্যাক্ট সোহানুর রহমান, মোস্তাকিম রহমান সোহান, গোলাম হোসেন, তারিশা তাছনিম, শাহানাজ সৌম্য, প্রান্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, ১৯৮৮ সালের ২৩ অক্টোবর হতে প্রতিবছর বিশ্ব পোলিও দিবস উদ্যাপন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *