নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব সাতক্ষীরা’র উদ্যোগে ৩টি মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) তালা দারুস সালাম কারিমা মাদ্রাসা ও এতিমখানা এবং দহাকুলা এতিমখানাসহ ৩টি মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরণ করেন রোটারী ক্লাব সাতক্ষীরা’র ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, পাস্ট প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাধু, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ মো. মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট ফারহা দীবা খান সাথী, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি প্রমুখ।
এসময় মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ও শিক্ষকসহ রোটারী ক্লাব সাতক্ষীরা’র সদস্যরা উপস্থিত ছিলেন।