রোটারী ক্লাব ঢাকা মিড টাউনের পাস প্রেসিডেন্ট রোটা: শাহীন খান রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক মত বিনিময় সভায় মিলিত হন।
তিনি রোটারীর বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে বলেন, তিনি যদি ডিস্ট্রিক্ট গভর্ণর নির্বাচিত হন তবে নতুন বিশেষ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিবেন।
বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় তথা মানব সম্পদ উন্নয়নের কাজ করতে চান। যুব সমাজকে এগিয়ে নিতে তিনি ভোকেশনার প্রোগ্রামের উপর কাজ করবেন। সুপ্ত মেধাকে তিনি কাজে লাগাতে চান। সমাজের চাহিদার দিকে লক্ষ্য রেখে তিনি এরিয়া ভিত্তিক কর্মসূচি প্রণয়ন করবেন।
রোটারী ক্লাব অব সাতক্ষীরার পক্ষে বক্তব্য রাখেন, রোটারীয়ান আশরাফুল করিম ধ্বনি, মাহমুদুল হক সাগর, মো: মাগফুর রহমান, মো: মিজানুর রহমান, শামীমা পারভীন রত্না, মনিরুজ্জামান টিটু, ইনছান বাহার বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারীয়ান আক্তারুজ্জামান, মিজানুর রহমান, ফারহা দিবা খান সাথী, নাসিমা খাতুন, জেসমিন আক্তার, এটিএন বাংলার বিজনেস এন্ড ফিন্যান্স এর উপস্থাপিকা শারমিন মিশু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটা: শফিউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি